অভয়নগরে গত ২৪ ঘন্টায় ৬ জনের করোনা শনাক্ত

অভয়নগর যশোর

যশোরের অভয়নগরে গত ২৪ ঘন্টায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত অভয়নগরে মোট আক্রান্তের সংখ্যা ৫১ জন।

শনিবার (১৩ জুন) অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটের মেডিকেল অফিসার ডা: আহমেদ ফয়সাল পাভেল তথ্যটি নিশ্চিত করেন।

আক্রান্ত ব্যাক্তিদের ব্যাপারে ডা: পাভেল জানান, মতিয়ার রহমান (৫৮) ধলিরগাতি, ওমর ফারুক (২৭) ওয়াপদা মোড়, ফাহাদ বিন ফারুক (২২) বুইকারা, জাহিদ হাসান (৪০) বুইকারা, হাবিবুর রহমান ( গুয়াখোলা) ও তার স্ত্রী শারমিনা ইয়াসমিন। এই নিয়ে অভয়নগরে মোট আক্রান্তের সংখ্যা দড়ালো ৫১ জন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। ভাইরাস টিতে মারা গেছেন ১ জন।