যশোরে নতুন ৪১জনের শনাক্ত

যশোরে নতুন আরো ৪১জনের করোনা শনাক্ত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে বুধবার (২২ জুলাই) যশোর জেলার মোট ১৪৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪১টি পজেটিভ হিসেবে চিহ্নিত করা হয়। এছাড়া যশোরসহ চার জেলায় ৭৬টি নমুনাকে পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার ২১ জুলাই বিশ্ববিদ্যালয় জিনোম সেন্টারে মোট ২৬৫টি নমুনা পরীক্ষা করে বুধবার এই ফলাফল ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, এদিন যশোর জেলার মোট ১৪৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪১টি পজেটিভ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া মাগুরা জেলার ৪৬টি নমুনা পরীক্ষা করে ১২টি, সাতক্ষীরায় ৫১টির মধ্যে ১২টি ও বাগেরহাটে ২৫টির মধ্যে ১১টি নমুনা পরীক্ষা করে পজেটিভ ফল দেয়।
পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি সকালেই সংশ্লিষ্ট সিভিল সার্জনের অফিসে পাঠানো হয়েছে।
যশোরের পজেটিভ নমুনাগুলোর মধ্যে কতটি নতুন আর কতটি ফলোআপ তা এখনো জানা যায়নি।

এর আগের দিন মঙ্গলবার যশোর জেলায় মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা ছিল এক হাজার ৪১৯। এদের মধ্যে মারা গেছেন ২০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৬১৫ জন।