যশোর ও কালিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

যশোর ও কালিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। যশোরের খাজুরা ও কালিগঞ্জের মল্লিকপুরে এ দুর্ঘটনা ঘটে
নিহতরা হলেন, ঝিনাইদহের মল্লিকপুর গ্রামের ডালিম হোসেনের ছেলে মেহেদি হাসান (১৫) ও যশোরের বাঘারপাড়া উপজেলার বড় খুদড়া গ্রামের মৃত রাজেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নির্মল বিশ্বাস (৪৫)।

নিহত মেহেদি হাসানের পিতা ডালিম হোসেন জানান, শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টার দিকে ঝিনাইদহ থেকে আলমসাধুতে পিতা পুত্র দুইজনে বাড়ি ফিরছিলেন। মল্লিকপুরের বসুন্ধরা এলাকায় পৌছুলে আলমসাধু উল্টে যায়। এতে দুইজন আহত হয়। ওই রাতে তাদের দুইজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে শনিবার (৭ নভেম্বর) ভোরে মেহেদি হাসানের মৃত্যু হয়।

অপরদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত নির্মল বিশ্বাস মিষ্টির দোকানের কর্মচারী ছিলেন। শনিবার ভোরে তিনি খাজুরায় দোকানে যাচ্ছিলেন। পথিমধ্যে খাজুরা পুলিশ ফাঁড়ির অদূরে পৌঁছুলে মাছ বোঝাই পিকআপ তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দিলে সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। পুলিশ পিকআপটি আটক করে।