চৌগাছা উপজেলা ও পৌর যুবদলের কর্মী সম্মেলন সম্পন্ন

যশোরের চৌগাছা উপজেলা ও পৌর যুবদলের কর্মী সম্মেলন সম্পন্ন হয়েছে। সোমবার বেলা সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের ডিভাইন সেন্টারে এই কর্মী সম্মেলন আয়োজন করা হয়।

যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলী আকবর চুন্নু।

যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি (খুলনা বিভাগ) মাহবুব হাসান পিয়ারু, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মহসীন মোল্লা, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আব্দুল জব্বার খান, সহ-সাধারণ সম্পাদক (খুলনা বিভাগ) নুরুজ্জামান লিটন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) শামীম কবীর।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম ওরফে ভিপি শফিক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর আনিছুর রহমান, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এম আব্দুল মান্নান প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।