যশোরের শার্শা উপজেলা ও পৌর যুবদলের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় বেনাপোল হাইস্কুল মাঠে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি আলী আকবর চুন্নু।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির (খুলনা বিভাগ) সহ-সভাপতি মাহাবুব হাসান পিয়ারু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন মোল্লা, সহ-সাধারণ সম্পাদক আবদুর জব্বার খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির (খুলনা বিভাগ) সহ-সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন ভূইয়া, নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শামীম কবির।
যুবদলের এই কর্মীসভায় উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের পুরাতন কমিটিকে বিলুপ্ত ঘোষনা করে নতুন আহবায়ক কমিটি করার ঘোষনা দেন যশোর জেলা যুবদলের সভাপতি।
সমাবেশ শেষে ইমদাদুল হক ইমদা, আলমামুন বাবলু, আছাদুজ্জামান আছাদ ও জনি হায়দার এর নেতৃত্বে বেনাপোল শহরে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি বন্দর নগরী বেনাপোলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।