যশোরে চার মাতাল আটক

নেশা করে জনগনের বিরক্তি সৃষ্টি করার অভিযোগে গভীর রাতে চার মাতালকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে, গোপালগঞ্জ জেলার সদরের সুলতান শাহীর গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে নয়ন হোসেন, যশোর শহরের নাজির শংকরপুর সাদেক দারোগার মোড়ের মৃত মোতালেব হোসেন মোল্যার ছেলে বুলবুল, গোপালগঞ্জ জেলার সদরের শুকতাইল গ্রামের মৃত হারিজুল ইসলাম মোল্যার ছেলে ফরহাদ মোল্যা ও যশোর শহরের বেজপাড়া বিদ্যুৎ অফিসের সমানে সিদ্দিক শেখ এর বাড়ির ভাড়াটিয়া বাবু শিকদারের ছেলে আরমান শিকদার। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(৫) ধারায় মামলা হয়েছে।

কোতয়ালি মডেল থানার এসআই লিটন মিয়া জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে মোবাইল-১১ ডিউটি করাকালে রাত ২টার পর শহরের শংকরপুর সাদেক দারোগার মোড় এলাকায় পৌছালে দেখতে পান সেখানে চার যুবক নেশা জাতীয় মাদকদ্রব্য এ্যালকোহল পান করে জনসাধারনের বিরক্তি সৃষ্টি করে চিৎকার করছে। তাদেরকে গ্রেফতার করে ওই রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ওয়াশ করানো হয়। হাসপাতাল থেকে মেডিকেল সনদ নিয়ে কোতয়ালি মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। তাদেরকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।