ফিলিস্তিন ইস্যু সমাধানে আমিরাত প্রতিশ্রুতবদ্ধ

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে নিজেদের প্রতিশ্রুতিবদ্ধতার কথা জানিয়েছে ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক করা প্রথম উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত। আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গণের অংশীদারদের নিয়ে ফিলিস্তিন ইস্যুর সমাধান ও ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে আমিরাত।

ফিলিস্তিন ইস্যু নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের এক বৈঠকে একথা জানান জাতিসংঘে নিযুক্ত আমিরাতের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত লানা জাকি নুসাইবাহ।

নুসাইবাহ জানান, বর্তমানে মধ্যপ্রাচ্যে অনেক ধরনের সংকট বিদ্যমান। আর কোভিড-১৯ মহামারির কারণে সংকটগুলো আরো বেড়েছে। স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ গ্রহণ করে আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসতে হবে। ফিলিস্তিন ইস্যুর স্থায়ীয় সমাধান অনুসন্ধান করা অতীব জরুরি হয়ে দাড়িয়েছে।’

আন্তর্জাতিক সংহতি দিবসে আমিরাতের প্রেসিডেন্ট শেখ খালিফা বিন জায়েদ আল নাহিয়ান জাতিসংঘে পাঠানো এক চিঠিতে বলেন, জাতিসংঘ ও আন্তর্জাতিক আইনের আলোকে ফিলিস্তিনিদের স্থায়ী ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘকালের প্রতিশ্রুতি সমর্থন করে আমিরাত সরকার ও জনগন।’

সূত্র : সৌদি গেজেট