জেইউজের নির্বাচনী তফসিল ঘোষণা : ভোট ২৬ ডিসেম্বর

যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) এর দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ডিসেম্বর ভোট গ্রহণ করা হবে।

জেইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রুকুনউদ্দৌলাহ শনিবার তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আজ (৬ ডিসেম্বর) খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। আগামীকাল ৭ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ভোটার তালিকার আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। পরদিন ৮ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

৯ ডিসেম্বর বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। ১১ ডিসেম্বর বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয়া হবে। ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ১৫ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা।

১৭ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ২৬ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের সময় সভাপতি পদে ২ হাজার টাকা, সহ সভাপতি পদে ১ হাজার ৫শ টাকা, সাধারণ সম্পাদক পদে ২ হাজার টাকা, যুগ্ম সম্পাদক পদে ১ হাজার ৫শ টাকা, কোষাধ্যক্ষ পদে ১ হাজার ৫শ টাকা এবং সদস্য পদের জন্য ১ হাজার টাকা জমা দিতে হবে। এছাড়া মনোনয়ন ফরম সেট ২শ টাকা এবং অতিরিক্ত ফরম ১শ টাকা দিয়ে সংগ্রহ করতে হবে বলে উল্লেখ করা হয়েছে।