জন্মদিনের কেক কাটতে ছুরির বদলে বন্দুক ব্যবহার! (ভিডিও)

ঘটনা ভারতের উত্তরপ্রদেশে। সোসাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ছুরি দিয়ে কেক কেটে নয়, কেককে গুলি করে জন্মদিন পালন করছেন উত্তরপ্রদেশের এক ব্যক্তি। আর এই অহেতুক বন্দুকবাজি ও অবৈধ অস্ত্র রাখার দায়ে পুলিশ এখন ওই যুবককে খুঁজছে। এনডিটিভি

ভিডিওতে দেখা গেলো, একটি কেক রাস্তার পাশে আইল্যান্ডের কিনারে রাখা হয়েছে। কেকটিকে গুলি করার জন্যে বন্দুক হাতে প্রস্তুতি নিচ্ছেন এক ব্যক্তি, তার বন্ধুরা ‘হ্যাপি বার্থডে টু ইউ’ গাওয়ার সঙ্গে সঙ্গেই কেকটিকে গুলি করলেন তিনি। উত্তরপ্রদেশের বাঘপতের সরুরপুর খেরকি গ্রামে বুধবার এভাবেই আজব উপায়ে নিজের জন্মদিন পালন করতে দেখা গেলো ওই ব্যক্তিকে।

এই ঘটনার খবর পৌঁছেছে বাঘপৎ সার্কেল অফিসার ও পি সিংয়ের কাছেও। তিনি আশ্বাস দিয়েছেন যে বন্দুকের গুলিতে কেক ছড়িয়ে ছিটিয়ে জন্মদিন পালন করার ঘটনায় উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে।

সার্কেল অফিসার বলেন, “ওই ভিডিওটি আমরা দেখেছি এবং ঘটনার তদন্তও শুরু করেছি আমরা। খুব তাড়াতাড়ি অবৈধ ভাবে অস্ত্র রাখার অপরাধে ওই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হবে।”

উল্লেখ্য, ভারতে বৈধভাবে অস্ত্র রাখা ব্যক্তিদের তালিকায় শীর্ষস্থানে রয়েছে উত্তরপ্রদেশ। কিন্তু বৈধ আগ্নেয়াস্ত্রের পাশাপাশি সে রাজ্যে অসংখ্য ব্যক্তি অবৈধভাবেও নিজেদের কাছে অস্ত্র রাখেন, এমনটাই জানিয়েছে পুলিশ। ভিডিও….