যশোরে এক স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে সোহাগ হোসেন (২৫) নামে এক লম্পট যুবকের বিরুদ্ধে। সে যশোর সদর উপজেলার সাহাবাজপুর দক্ষিণ পাড়ার আক্কেল আলীর ছেলে। এঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।
১০ম শ্রেনীর শিক্ষার্থীর মা বৃহস্পতিবার ১১ মার্চ যশোর কোতয়ালি থানায় লম্পট সোহাগের বিরুদ্ধে মামলা করেন।
মামলায় তিনি বলেছেন, তার মেয়ে ১০ শ্রেনীর ছাত্রী। স্কুলে আসা যাওয়ার সময় সোহাগ তাকে উত্যক্তসহ কু-প্রস্তাব ও প্রেমের প্রস্তাব দেয়। বিষয়টি শিক্ষার্থী তার মা বাবাকে জানালে পরিবারের পক্ষ থেকে সোহাগ যুবককে এধরনের কর্মকান্ড করতে নিষেধ করা হয়। এতে সোহাগ ক্ষিপ্ত হয়ে উঠে। গত ২২ ফেব্রুয়ারী সকালে স্কুল পড়ুয়া শিক্ষার্থী তার শয়ন কক্ষে অবস্থান করছিল। হঠাৎ সকাল ৯ টায় সু-কৌশলে লম্পট সোহাগ হোসেন ওই শিক্ষার্থীর ঘরে ঢুকে তাকে কু-প্রস্তাব দেওয়ার এক পর্যায় জোর পুর্বক ধর্ষনের চেষ্টা করে। শিক্ষার্থী চিৎকারে আশপাশের লোকজন ও পরিবারের লোকজন এগিয়ে গেলে লম্পট সোহাগ হোসেন ঘরের ভিতর থেকে ছিটকানী লাগিয়ে দেয়। মেয়ের পিতা দরজা ভেঙ্গে ঘরে ঢুকে সোহাগকে ধরে ফেলে। এসময় সোহাগের মামা আসাদুলসহ ৩/৪ জন খবর পেয়ে সোহাগকে জোর পূর্বক ছাড়িয়ে নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময় স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের পরিবারকে মামলা না করার জন্য হুমকী দিয়ে যায়।