যশোরে করোনা ও উপসর্গে ৬ জনের মৃত্যু

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা ও উপসর্গ নিয়ে ছয় জনের মৃত্যু হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের আরএমও ড. আরিফ আহম্মেদ ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ড. রেহেনেওয়াজ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় জেলার এক শত জনের নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ২১ শতাংশ।

নতুন করে ছয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচ জন করোনা রোগী৷ একজন উপশর্গে মৃ ত্যু হয়েছে৷ বর্তমানে হাসপাতালে ভর্তি আছে এক শত ৫৫ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে সতরো হাজার পাঁচ শত ৮৮ জন, সুস্থ্য হয়েছেন রারো হাজার এক শত ৯২ জন, করোনা পজেটিভ রোগী মারা গেছে দুই শত ৯৯ জন।

যশোর জেনারেল হাসপাতালে মারাগেছে ৬ জন, করোনা ও উপসর্গ রোগীর মৃত্যু হয়েছে৷ যশোর সদর উপজেলায় পজেটিভ শনাক্ত হয়েছে একশত ১২ জন, কেশবপুরে ১ জন, ঝিকরগাছায় ৬ জন, অভয়নগরে ০ জন, মনিরামপুরে ০ জন, বাঘারপাড়ায় ০ জন, শার্শায় ১ জন, চৌগাছা উপজেলায় ২ জন নতুন করে শনাক্ত হয়েছে৷