যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি অভিযানে ৪২ পিচ ইয়াবা ও ১শত গ্রাম গাঁজা উদ্ধার সহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক করেছে।
শুক্রবার রাত পৌনে আটটায় সদর উপজেলার বড় হৈবতপুর গ্রাম থেকে মাদক কারবারি দের আটক করা হয়।
আটক আসামীরা হলো ওই এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে আছির উদ্দিন (৬৩) ও আছির উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন (৩১) দের গাজা এবং ইয়াবা সহ আটক করা হয়।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার জানান, সদর উপজেলার বড় হৈবতপুর গ্রামস্থ জালালের চায়ের দোকানের সামনে থেকে শুক্রবার রাত পৌনে আটটায় চিহ্নিত দুই মাদক কারবারিকে ৪২ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ১ শত গ্রাম গাঁজা উদ্ধার সহ আটক করা হয়।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।