সেশনজট নিরসনে ছুটি বাতিল করল ঢাবি

দীর্ঘ বন্ধের পর অক্টোবরে খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়। করোনায় অনলাইনে ক্লাস নিলেও বন্ধ ছিলো সব পরীক্ষা।

ফলে তৈরি হয়েছে সেশনজটের শঙ্কা। সেই শঙ্কা কাটাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছুটি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বলা হয়, ‘কোভিড-১৯’ উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের সম্ভাব্য সেশনজট নিরসনের উপায় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ক্যালেন্ডারের শরৎকালীন ছুটি ও শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে।

তবে দুর্গাপূজা উপলক্ষ্যে ২০২১ সালের ১২-১৫ অক্টোবর, লক্ষ্মীপূজা উপলক্ষ্যে ১৯ অক্টোবর, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ১৪ ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর ও যিশুখ্রিষ্টের জন্মদিবস উপলক্ষ্যে ২৫ ডিসেম্বর-এর ছুটি যথারীতি বহাল থাকবে।