ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার ভাতুড়িয়া গ্রামের মরহুম আব্দুর রহমান বিশ্বাসের ১৪ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে।
উল্লেখ্য,২০০৮ সালের ২২অক্টোবর তিনি মৃত্যু বরণ করেন। তিনি দৈনিক ইত্তেফাক এর সিনিয়র সাব-এডিটর, ঢাকা সাব-এডিটর কাউন্সিলের সাবেক সভাপতি ও ডিইউজের কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম এবং ঝিনাইদহ প্রেসক্লাবের আইসিটি বিষয়ক সম্পাদক ও দৈনিক ঢাকা টাইমসের জেলা প্রতিনিধি শাহানুর আলমের পিতা।
সাংবাদিক এর পিতা আব্দুর রহমান বিশ্বাস ছিলেন একজন দানশীল সমাজ সেবক। এছাড়াও তিনি ভাতুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, ভাতুড়িয়া উত্তর পাড়া জামে মসজিদ ও ভাতুড়িয়া স্পোটিং ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে এক অনন্য অবদান রেখে গেছেন।
শুক্রবার বাদ জুম্মা গুড়পাড়া ভাতুড়িয়া জামে মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে এক দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়। পরিবারের পক্ষে সাংবাদিক শাহানুর আলম তার পিতার জন্য সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করেছে।