ঝিনাইদহ-যশোর মহাসড়কের খড়িখালী আমতলা নামক স্থানে বুধবার বিকালে সড়ক দুর্ঘটনায় রাজু বিশ্বাস (৪৫) নামের এক আলমসাধু চালক নিহত হয়েছে।
নিহত আলমসাধু চালক রাজু সদর উপজেলার মিরের হুদা গ্রামের মৃত সাত্তার বিশ্বাসের পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়া গামী গড়াই পরিবহন দ্রুত গতিতে আলমসাধুকে পিছন দিক থেকে সজরে ধাক্কা দিলে চালক রাজু রাস্তার পাশে ছিটকে পারে এতে সে মারাত্মক ভাবে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল রানা সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার বিষটি নিশ্চিত করেন। নিহতের মামা শওকত বিশ্বাস জানান, ঘাতক গড়াই পরিবহন আটক করা সম্ভব হয়নি।
তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।