করোনা ভাইরাসের অতিসংক্রামক ওমিক্রন ধরন নিয়ন্ত্রণে ২টি সুপারিশ জানিয়েছে সরকারের কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
সোমবার (১৩ ডিসেম্বর) কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক কার্যবিবরণীতে এ তথ্য জানা গেছে।
দেশে দুই জনের শরীরে আফ্রিকান ধরন ওমিক্রন শনাক্ত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পরামর্শক কমিটি।
কমিটির সভাপতি অধ্যাপক সহিদুল্লা জানান, দেশে বুস্টার ডোজ দেয়ার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক পরামর্শক কমিটির কাছে জানতে চেয়েছিলেন।
এ নিয়ে আলোচনা করতে আজ ভার্চুয়ালি বৈঠকে বসেন কমিটির সদস্যরা। পরে কমিটির সব সদস্যের উপস্থিতিতে দুটি সুপারিশের সিদ্ধান্ত নেয়া হয়।
এতে সবধরনের সভা-সমাবেশ ও জনসমাগম সীমিতকরণ করার পাশাপাশি ষাটোর্ধ্ব ও ফ্রন্ট লাইনারদের বুস্টার ডোজ দেয়ারও সুপারিশ করা হয়েছে।