চাল নিয়ে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান কৃষিমন্ত্রীর

ফাইল ছবি

চাল আমদানিতে বাংলাদেশ দ্বিতীয়—এই ভুল তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর ময়মনসিংহের বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে প্রথমবারের মতো লবণাক্ততা ও জলমগ্নতা সহিষ্ণু ধানের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স উন্মোচন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

চাল আমদানিতে বাংলাদেশ দ্বিতীয় সাংবাদিকদের এমন তথ্যের উপস্থাপনে কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ চাল আমদানিতে দ্বিতীয় নয়।

গত জুলাই থেকে ১৮ ডিসেম্বর ২০২১ পর্যন্ত মাত্র ১৫ লাখ টন চাল দেশে আমদানি হয়েছে। যদিও ২৬ লাখ টন চাল আমদানির আইপিও দেয়া হয়েছে।