মণিরামপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোরের মণিরামপুরে লিপি বেগম (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন স্বজনরা।

বুধবার ৫ জানুয়ারি বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ওড়না জড়িয়ে ফাঁস দিয়েছেন বলে দাবি স্বজনদের। লিপি বেগম উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের জাহাঙ্গীর মহলদারের স্ত্রী।

ওই দম্পতির ৯ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। এ ঘটনায় গৃহবধূর ভাই কওছার সরদার বাদী হয়ে মনিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

মণিরামপুর থানার ওসি নূর-ই-আলম সিদ্দীকি বলেন, লিপি বেগম দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। বুধবার দুপুরে বাড়িতে কেউ না থাকায় তিনি ঘরের আড়ার সাথে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দেন।

পরে স্কুল থেকে ফিরে তাঁর ছেলে জাহিদ মাকে ঝুলতে দেখে চিৎকার দেয়। চিৎকার শুনে বাড়ির অন্যরা এসে মরদেহ নিচে নামান। ওসি বলেন, স্বজনদের অনুরোধে গৃহবধূর মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেয়া হয়েছে।