মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস পোল্যান্ডে পৌঁছেছেন। যুদ্ধবিমান পাল্টে ইউক্রেনে পাঠানোর ব্যাপারে মধ্যস্থতা করতে সে দেশের নেতাদের সঙ্গে আলোচনার জন্য পোল্যান্ড পৌঁছেছেন তিনি।
যুক্তরাষ্ট্র প্রথমে কিছু যুদ্ধবিমান পোল্যান্ডে পাঠাবে; এরপর পোল্যান্ড তাদের কাছে থাকা সোভিয়েত নির্মিত যুদ্ধবিমান ইউক্রেনে পাঠানোর প্রসঙ্গ উঠতেই ন্যাটো জোটের মধ্যে মতবিরোধ দেখা দেয়।
কমলা হ্যারিসের পোল্যান্ড সফরে ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানো নিয়ে সরাসরি পোলিশ নেতাদের সঙ্গে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলনস্কি রুশ হামলা মোকাবেলায় যুদ্ধবিমান সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করেছিলেন। পোল্যান্ড অবশ্য প্রথমে রাজি থাকার খবর পাওয়া যাচ্ছিল।
পরে পোল্যান্ড ও যুক্তরাষ্ট্র মতৈক্যে পৌঁছতে পারেনি। জানা গেছে, বুধবার পোল্যান্ডের রাজধানী ওয়ারস পৌঁছেছেন কমলা হ্যারিস। তিন দিনের সফরে পোল্যান্ড থেকে তাঁর রোমানিয়ায় যাওয়ার কথা রয়েছে।
ইউক্রেনে রাশিয়ার হামলার ১৫তম দিন অতিবাহিত হচ্ছে। তবে রাশিয়ার সঙ্গে ন্যাটো জোটের সরাসরি যুদ্ধের আশঙ্কায় এখনো মেপে কথা বলছে জোটটির সদস্য দেশগুলো।
মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, কমলা হ্যারিস পোল্যান্ড সফরে ‘অবশ্যই’ যুদ্ধবিমান পাঠানোর ব্যাপারে আলোচনা করবেন। যদিও এ ব্যাপারে বিস্তারিত কিছু তিনি জানাননি। সূত্র : বিবিসি