তুরস্কে বৈঠকে রাশিয়া-ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরা

ইউক্রেনে হামলার সবশেষ পরিস্থিতি নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বৈঠকে বসেছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে তুরস্কের আন্তালিয়ায় এ বৈঠক শুরু হয়েছে। ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর হামলা শুরুর পর উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এটিই প্রথম বৈঠক।

বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীও উপস্থিত রয়েছেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা ও বিবিসি। বৈঠকে অংশ নিতে বুধবার তুরস্কে পৌঁছান রুশ পররাষ্ট্রমন্ত্রী।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবাও বুধবারই বৈঠকস্থল তুরস্কের আনাতোলিয়া শহরে পৌঁছান। বিবিসি জানিয়েছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগ্লুর আহ্বানে এ শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন দুই নেতা।

ইউক্রেনে রাশিয়ার হামলার ১৫তম দিনে এই বৈঠক হচ্ছে। যদিও এ বৈঠক থেকে খুব বেশি প্রত্যাশা নেই বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে ল্যাভরভকে ‘অপপ্রচার চালানোর জন্য নয় বরং সরল বিশ্বাসে’ অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।যদিও এ বৈঠক নিয়ে বেশ আশাবাদী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।