ইয়েমেনে ৭ বছরে ১০ হাজার শিশু হতাহত: ইউনিসেফ

ইয়েমেনে গত ৭ বছরে যুদ্ধে ১০ হাজারের বেশি শিশুর হতাহতের ঘটনা ঘটেছে। জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিল-ইউনিসেফ এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, প্রকৃত হতাহতের ঘটনা এর চেয়ে বেশি হতে পারে।

শনিবার এ প্রতিবেদন প্রকাশ করে ইউনিসেফ। সংস্থাটি বলেছে, ইয়েমেনে গত বছর থেকে জোরোশোরে লড়াই শুরু হয়েছে। এ বছরও লড়াই অব্যাহত আছে।

আর এ যুদ্ধে প্রধান এবং সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে শিশুরা। ইউনিসেফ বলেছে, সহিংসতা, কষ্ট এবং বঞ্চনার এক সাধারণ ক্ষেত্র হয়ে উঠেছে ইয়েমেন।

এ দেশে লাখ লাখ পরিবার আর এসব পরিবারের শিশুরা ভুগছে। এ অঞ্চলে শান্তি নিশ্চিত করতে একটি টেকসই রাজনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার এখন বড় সময়।