পাকিস্তানের ইতিহাসে আজ হবে একটি দফারফার দিন। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান এই মন্তব্য করেছেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) রোববার ইসলামাবাদের প্যারেড গ্রাউন্ডে একটি সমাবেশ করার পরিকল্পনা নিয়েছে।
এই সমাবেশকে ‘ঐতিহাসিক’ বলছে পিটিআই। ইসলামাবাদে পিটিআইয়ের আজকের সমাবেশকে ইমরানের দলের শক্তি প্রদর্শনের মহড়া হিসেবে দেখছেন দেশটির রাজনৈতিক পর্যবেক্ষকেরা।
এই সমাবেশকে ইঙ্গিত করেই পাকিস্তানের ইতিহাসে আজকের দিনকে একটি ‘নির্ধারক দিন’ হিসেবে অভিহিত করেছেন ইমরান। ইমরানের বিরুদ্ধে ৮ মার্চ পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব জমা দেয় বিরোধী দলগুলো।
সেই প্রস্তাবের ওপর ভোটাভুটির জন্য তা গত শুক্রবার দেশটির জাতীয় পরিষদে উত্থাপন করার কথা ছিল। কিন্তু প্রস্তাবটি জাতীয় পরিষদে উত্থাপন না করতেই আগামীকাল সোমবার বিকেল চারটা পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন স্পিকার আসাদ কায়সার।
দেশটির দুই নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে সেদিন অধিবেশন শুরুর পরপরই তা মুলতবি করা হয়। পাঞ্জাবের কামালিয়া শহরে এক জনসভায় প্রধানমন্ত্রী ইমরান বলেন, এই অপরাধীদের (বিরোধীদের) লুটপাট ও লুণ্ঠনের দিন যে শেষ হয়েছে, সেই বার্তা দিতে রোববার রাজধানীতে সবচেয়ে বড় জনসমুদ্র তৈরি হবে।
রাষ্ট্রপরিচালিত রেডিও পাকিস্তানের খবরে বলা হয়, ইসলামাবাদের সমাবেশে যোগ দিতে জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান।
খবরে আরও বলা হয়, পক্ষ ত্যাগ করার জন্য সরকারদলীয় আইনপ্রণেতাদের লাখো রুপির প্রস্তাব দেওয়া হয়েছে বলে আবার অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ইমরান।
বিরোধীদের উদ্দেশে প্রধানমন্ত্রী ইমরান বলেন, তারা প্রকাশ্যে আইনপ্রণেতাদের কিনছে। নিজ দলের ভিন্ন মতাবলম্বী আইনপ্রণেতারা শিগগিরই ক্ষমতাসীন দলে ফিরে আসবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি।