বিদ্রোহীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়ার হুশিয়ারি ইমরানের

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়া দলীয় সদস্যদের বিরুদ্ধে করণীয় নিয়ে ওই বৈঠক হয়।

বৈঠকে দলের বিদ্রোহীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন ইমরান খান। সংসদে অনাস্থা প্রস্তাব নিয়ে আগামী রোববার অনুষ্ঠেয় ভোটের আগে বৃহস্পতিবার এ বৈঠক করেন ইমরান। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা এবং দলটির সহকারী মহাসচিব আমির মাহমুদ কায়ানি এবং পার্লামেন্টবিষয়ক উপদেষ্টা ড. বাবর আওয়ানের সঙ্গে বিশেষ বৈঠকে বসেছিলেন ইমরান।

এতে দলের সিদ্ধান্তের বিরোধিতাকারী সদস্যদের শোকজ বা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান।

শোকজ নোটিশের খসড়া এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। পাকিস্তান সংবিধানের ৬৩ (এ) অনুচ্ছেদ অনুযায়ী সংশ্লিষ্ট জাতীয় পরিষদ সদস্যদের (এমএনএ) নোটিশ পাঠানো হবে।

পাকিস্তান সংবিধানের ওই অনুচ্ছেদ অনুযায়ী ফ্লোর ক্রসিং কঠিনভাবে নিষিদ্ধ। এতে বলা হয়েছে, সংসদীয় দলনেতার নীতিগত সিদ্ধান্তের বাইরে গেলে এমএনএকে অবশ্যই তার আসন ছেড়ে দিতে হবে।

পিটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী দলের বিদ্রোহী এমএনএদের শুক্রবার দুপুরের মধ্যে নিজেদের অবস্থান পরিষ্কার করার সুযোগ দিয়েছেন।

এ সময়ের মধ্যে দলের লাইনে হাঁটলে ক্ষমা করে দেয়া হবে বিদ্রোহীদের। পিটিআইয়ের পক্ষ থেকে আরও বলা হয়, নির্ধারিত সময়সীমার মধ্যে দলকে আশ্বস্ত করতে না পারা সদস্যদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে।

সংবিধানের ৬৩(এ) অনুচ্ছেদ অনুযায়ী দলের মতের বাইরে যাওয়া সদস্যদের আসন শূন্য ঘোষণার পদক্ষেপ নেয়া হবে বলেও জানিয়েছে দলটি।