রুবলে দাম না মেটালে গ্যাস বন্ধ: রাশিয়া

রাশিয়ান মুদ্রা রুবলে দাম না মেটালে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সই করা আদেশে বলা হয়েছে, ক্রেতাদের অবশ্যই রুশ ব্যাংকে রুবল অ্যাকাউন্ট খুলতে হবে।

শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, রুশ প্রেসিডেন্টের আদেশ অনুযায়ী বিদেশি ক্রেতাদের রাশিয়ার গাজপ্রমব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে

এবং তাদের ইউরো বা ডলার সেখানে পাঠাতে হবে। তারপর গাজপ্রমব্যাংক সেই মুদ্রা রুবলে বিনিময় করে তা থেকে গ্যাসের দাম হিসেবে কেটে নেবে।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, রুশ প্রেসিডেন্ট পুতিনের আদেশ মতে আজ থেকেই এই অ্যাকাউন্ট খোলা যাবে। আদেশে আরও বলা হয়েছে, কেউ আমাদের বিনা পয়সায় কিছু দেয় না, আমরাও দাতব্য খুলে বসিনি।

এর মানে হচ্ছে—সব চুক্তি স্থগিত করা হবে। বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়া থেকে জ্বালানি কেনার প্রক্রিয়া গতিশীল রাখতে গাজপ্রমব্যাংকের ওপর পশ্চিমের দেশগুলো এখনো কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি। তাই ইউরোপীয় ক্রেতারা সহজেই তাদের মুদ্রা সেই ব্যাংকে পাঠাতে পারবেন।