বিশ্বাসঘাতকদের বরখাস্ত করলেন জেলেনস্কি

ইউক্রেনের জাতীয় নিরাপত্তা পরিষেবার দুই সদস্যকে বরখাস্ত করলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বৃহস্পতিবার রাতে দেয়া ভিডিও বার্তায় তিনি বিষয়টি জানান। খবর বিবিসির। ঘোষণা দেন, ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগে তিনি ইউক্রেনের জাতীয় নিরাপত্তা পরিষেবার দুই শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন।

তিনি বলেন, আজ বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সব বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় আমার নেই কিন্তু ধীরে ধীরে তারা শাস্তি পাবেন।

তাদের বরখাস্ত করার পর অন্যদের সতর্ক করে দিয়ে জেলেনস্কি বলেন, যারা ইউক্রেনের জনগণের প্রতি অনুগত থাকার সামরিক শপথ লঙ্ঘন করবেন তারা উঁচু পদে যেতে পারবেন না।

২৪ ফেব্রুয়ারির পর থেকে রাশিয়ার হামলার প্রতিরোধে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। যুদ্ধ বন্ধে দুই দেশের মধ্যে আলোচনা চললেও এখনও কোনো ফল মেলেনি।