ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন।
এর জেরে পালটা ইইউ নেতাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো। সেই তালিকা আরও বড় করার ঘোষণা দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয় জানিয়েছে, তারা ইউক্রেনে রুশ সামরিক পদক্ষেপ প্রশ্নে মস্কোর ওপর আরোপ করা নিষেধাজ্ঞার জবাবে দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করে ইইউ নেতাদের যে তালিকা ইতোপূর্বে প্রকাশ করেছে,
তার আরও বাড়ানো হচ্ছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কয়েকজন ইউরোপীয় কমিশনার এবং ইইউ সামরিক কাঠামোর প্রধানসহ শীর্ষ ইইউ নেতৃত্ব,
রাশিয়ার রাজনীতি বিরুদ্ধ কাজে লিপ্ত ইউরোপিয়ান পার্লামেন্টের বেশিরভাগ সদস্যের ওপর এ নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে।