শ্রীলঙ্কার সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারালো ক্ষমতাসীন জোট

শ্রীলঙ্কার ক্ষমতাসীন জোট পোদুজানা পেরামুনা (এসএলপিপি) পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ক্ষমতাসীন জোট থেকে ৪২ জন সাংসদ বেরিয়ে যাওয়ায় সংখ্যাগরিষ্ঠতা হারায় জোটটি।

এদের ভেতর ১৪ জন শ্রীলঙ্কা ফ্রিডম পার্টির, ১০ জন সরকারের সাংবিধানিক দলগুলোর এবং ১২ জন এসএলপিপি পার্টির, বাকি ৬ জন জোটের অন্যান্য দলের।

ক্ষমতাসীন এসএলপিপি নেতৃত্বাধীন জোট ২০২০ সালের সাধারণ নির্বাচনে ২২৫ সদস্যের সংসদে ১৪৬টি আসন জিতে ক্ষমতায় বসে।

বর্তমানে ওই আইনপ্রণেতারা জোট থেকে বেরিয়ে যাওয়ার ফলে রাজাপাকসে সরকার সংসদে সংখ্যালঘুতে পরিণত হয়েছে। সম্প্রতি অর্থনৈতিক সংকট, লোডশেডিং,

জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতির সমাধানের দাবিতে বেশ কিছুদিন ধরে বিক্ষোভ করছেন দেশটির সাধারষ জনগণ।

রোববার রাতে অর্থনৈতিক অস্থিতিশীলতা ও তীব্র জ্বালানি সংকট নিয়ে ক্রমবর্ধমান বিক্ষোভের মুখে লঙ্কান মন্ত্রি সভা থেকে পদত্যাগ করেন মন্ত্রীরা। দেশটির প্রধানমন্ত্রীর নিজের ছেলে নামাল রাজাপাকসেও রয়েছেন এ তালিকায়।