ইউক্রেনকে আরও একশ মিলিয়ন ডলার দেয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের

রুশ বাহিনীর অভিযানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনকে জ্যাভেলিন মিসাইলের জন্য আরও একশ মিলিয়ন ডলার দেয়ার প্রতিশ্রুতি দিল মার্কিন যুক্তরাষ্ট্র।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদন এমনটিই দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা মঙ্গলবার বলেছেন- তারা ইউক্রেনের বাহিনীকে অস্ত্রবিধ্বংসী জ্যাভেলিন ক্ষেপণাস্ত্রের জন্য অতিরিক্ত একশ’ মিলিয়ন ডলার প্রদান করবে।

গত আগস্ট থেকে ইউক্রেনকে মার্কিন যুদ্ধ সরঞ্জাম দেওয়ার সহায়তার ষষ্ঠ ব্যাচ এটি। মার্কিন পররাষ্ট্র দফতর তথ্যানুযায়ী, সর্বশেষ প্রতিশ্রুতির মধ্য দিয়ে গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র একাই ইউক্রেনের জন্য ১.৭ বিলিয়ন ডলারের সামরিক অস্ত্রের প্রতিশ্রুতি দিল।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া।

এরই মধ্যে আজ বুধবার ৪২তম দিনে গড়িয়ে রুশ এই সামরিক অভিযান। বিগত ৪১ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ সেনারা। অবশ্য, নিজেদের সামর্থ অনুযায়ী প্রতিরোধও গড়ে তুলেছে ইউক্রেনীয় সামরিক বাহিনী। সূত্র: বিবিসি