এবারও রাশিয়ার বিরুদ্ধে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ

ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের মানবাধিকার পরিষদে রাশিয়ার সদস্যপদ স্থগিত করতে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ। বৃহস্পতিবার (৭ এপ্রিল) এ নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটি হয়।

ইউক্রেনে রুশ সেনাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে রাশিয়ার সদস্যপদ স্থগিত চেয়ে সাধারণ পরিষদে খসড়া প্রস্তাব তুলে যুক্তরাষ্ট্র। প্রস্তাবের পক্ষে ভোট দেয় ৯৩টি দেশ, বিপক্ষে ভোট পড়ে ২৪টি।

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ ৫৮টি দেশ ভোটদানে বিরত ছিল। জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশনে এই পদক্ষেপ নেওয়া হয়।

প্রস্তাবে বলা হয়, জেনেভাভিত্তিক মানবাধিকার পরিষদের কোনো সদস্য রাষ্ট্র ব্যাপক ও পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটালে দেশটির সদস্যপদ স্থগিত করবে সাধারণ পরিষদ।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরুর পর মার্চ মাসের শুরুতে রাশিয়াকে আক্রমণ বন্ধ করে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব আনা হয়েছিল। সেই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল ১৪১ দেশ। তবে বাংলাদেশসহ ৩৫টি দেশ ভোটদানে বিরত ছিল।

কিন্তু গত ২৪ মার্চ ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে সৃষ্ট মানবিক সংকটের অবসানে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ত্রাণ কার্যক্রমের সুযোগ দিতে জাতিসংঘের সাধারণ পরিষদে আনা প্রস্তাবের পক্ষে ভোট দেয় বাংলাদেশ।