রেলস্টেশনে হামলা আরো একটি যুদ্ধাপরাধের ঘটনা: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দোনেৎস্ক অঞ্চলের ক্রামাতোর্স্ক শহরের রেলস্টেশনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার আরও একটি যুদ্ধাপরাধের ঘটনা।

শুক্রবার রাতে ফেসবুকে তিনি এ কথা বলেন। খবর বিবিসির। জেলেনস্কির দেয়া তথ্য অনুযায়ী, শরণার্থী আশ্রয়কেন্দ্রে তাৎক্ষণিকভাবে ৩৮ জন নিহত হয়েছেন। পরে হাসপাতালে ১২ জন নিহত হয়েছেন।

এখনও কয়েক ডজন লোক চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে পাঁচ শিশুও রয়েছে। হতাহতের সংখ্যা নিয়ে জেলেনস্কি যে তথ্য দিয়েছেন তা যাচাই করতে পারেনি বিবিসি।

জেলেনস্কি অনুরোধ জানান, রাশিয়াকে যেন এ হামলার জন্য জবাবদিহিতার আওতায় আনা হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, বুচায় গণহত্যা ও রাশিয়ার অন্য অনেক যুদ্ধাপরাধের মতো ক্রামাতোর্স্ক রেলস্টেশনে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়েও মামলা হতে হবে।

জবাবদিহিতা অনিবার্য। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট কিয়েভ সফর করার কারণে তাকে ধন্যবাদ জানান জেলেনস্কি। ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন ‍শুরু করে।

এর পর থেকে কিয়েভের আশপাশে ব্যাপক লড়াই হয় রুশ সেনা ও ইউক্রেনীয়দের মধ্যে। সম্প্রতি ওই অঞ্চল থেকে সেনাদের সরিয়ে নিয়েছে রাশিয়া।

ফলে সেখানকার ক্ষয়ক্ষতি সম্পর্কে ভয়ংকর সব তথ্য মিলছে প্রায় প্রতিদিন। কয়েকদিন আগে বুচা শহরে রাস্তায় পড়ে থাকা মরদেহ উদ্ধার করা হয়েছিল। এর পর বরোদিয়ানকা থেকেও ২৬টি মরদেহ উদ্ধার করা হয়।