রাজনৈতিক অস্থিরতার মধ্যেই পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

ভূমি থেকে ভূমিতে হামলারযোগ্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র শাহিন-৩ এর সফল উড়াল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। শনিবার (৯ এপ্রিল) পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা এমন তথ্য দিয়েছে।

প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে তার বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোটের মধ্যেই এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে।-খবর ডন অনলাইনের

এক টুইটবার্তায় দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) অধিদফতর জানিয়েছে, অস্ত্র ব্যবস্থার বিভিন্ন নকশা ও কারিগরি প্যারামিটার নবায়ন করতে এই উড়াল পরীক্ষা করা হয়েছে।

গেল বছরের জানুয়ারিতে একই ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল পাকিস্তান। দুই হাজার ৭৫০ কিলো মিটার পাল্লার ক্ষেপণাস্ত্র শাহিন-৩ ভূমি থেকে ভূমিতে হামলা চালাতে পারে।

এটি ভারতের অনেক গভীরে উত্তরপূর্বাঞ্চল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারবে। কঠিন জ্বালানির ক্ষেপণাস্ত্রটি পোস্ট-সেপারেশন অ্যালটিটিউড কারেকশন (পিএসএসি) ব্যবস্থা দিয়ে সজ্জিত।

দ্রুত হামলার সক্ষমতার সঙ্গে কঠিন জ্বালানি সম্পর্কিত। আর পিএসএসি যুক্ত থাকায় আরও নির্ভলস্থানে সঠিকভাবে হামলা চালতে পারবে এটি।

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েও এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা সম্ভব না। ২০১৫ সালের মার্চে প্রথম ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়েছিল।