‘হৃদয় মণ্ডলের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে’

ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় ১৯ দিন কারাগারে থাকার পর জামিনে মুক্ত মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রাম কুমার উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান ও গণিতের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (১১ এপ্রিল) রাজধানীর তেজগাঁও কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুন্সীগঞ্জের জেলা প্রশাসনকে হৃদয় মণ্ডলের পরিবারের নিরাপত্তায় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। শিক্ষক হৃদয় মণ্ডলের নিরাপত্তাজনিত কোনো সমস্যা আছে কি না, সেটিও আইনশৃঙ্খলা বাহিনী দেখছে।

এ ছাড়া তার পরিবারের সদস্যরা নিরাপত্তাজনিত কোনো সমস্যায় পড়েন কি না, সেটির প্রতি খেয়াল রাখতেও মুন্সীগঞ্জ জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান যাতে বজায় থাকে, সেদিকে খেয়াল রাখতে স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানান।