দেশের শীর্ষ স্থানীয় বেসরকারি টেলিভিশন সময় সংবাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ঝিনাইদহে।
এ উপলক্ষে রোববার ঝিনাইদহ প্রেসক্লাবে আয়োজন করা হয় দোয়া ও ইফতার মাহফিল। প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলের শুরুতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা, সিও সংস্থার নির্বাহী পরিচালন শামসুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু,
সাবেক সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি নিজাম জোর্য়্দ্দাার বাবলু, বাংলাদেশ পোস্ট’র ভ্রাম্যমাণ প্রতিনিধি দেলোয়ার কবির, বিটিভি’র জেলা প্রতিনিধি পিন্টু লাল দত্ত, এস এ টিভি ও দৈনিক বণিক বার্তা’র জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, এশিয়ান টিভি ও বাংলানিউজটোয়েন্টিফোর’র জেলা প্রতিনিধি এম রবিউল ইসলাম রবি, আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি কে এম সালেহ,
মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন, নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি সাজ্জাদ আহম্মেদ, ঢাকা প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোস্তফা কামাল,
চ্যানেল টোয়েন্টিফোর’র জেলা রিপোর্টার সাদ্দাম হোসেন, বাংলাদেশ বেতার’র জেলা প্রতিনিধি কোরবান আলী, দেশ টিভির জেলা প্রতিনিধি মেহেদি হাসান সবুজ, সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি শামীমুল ইসলাম শামীম, ইত্তেফাক পত্রিকার হরিণাকুন্ডু প্রতিনিধি শাহানুর আলম,
বর্তমান ঝিনাইদহ টিভি চেয়ারম্যান সুলতান আল একরাম, বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ, স্বাধীন বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি খাইরুল ইসলাম নিরব, জবাবদিহী পত্রিকার জেলা প্রতিনিধি এম সেলিম, আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম,
জনবানী পত্রিকার জেলা প্রতিনিধি ময়না খাতুন, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মেহেদি হাসান জিকুসহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন সময় সংবাদের রিপোর্টার লোটাস রহমান সোহাগ।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদের খতিব ক্বারী মোহাম্মদ বশির উল্যাহ। ইফতার মাহফিল শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।