কমবে অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাড়বে মুদ্রাস্ফীতি-পণ্যের দাম: বিশ্ব ব্যাংক

ইউক্রেন যুদ্ধের ফলে আগামী তিন বছর খাদ্য ও জ্বালানির দাম কয়েকগুণ বাড়বে বলে জানিয়েছে, বিশ্ব ব্যাংক। সাথে সংস্থাটি সতর্কতা দিয়ে বলেছে, ১৯৭০ সালের পর এবার সবচেয়ে কমতে পারে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, সাথে সমানতালে পাল্লা দিয়ে বাড়বে মুদ্রাস্ফীতি হার।

বিশ্ব ব্যাংক বলছে, পণ্যের দাম বাড়ার এই প্রবণতা ২০২৪ সালের শেষ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সংস্থাটি জানিয়েছে, ১৯৭৩ সালের পর গেল দুই বছরে বিশ্বজুড়ে জ্বালানির দাম ব্যাপক পরিমাণে বেড়েছে।

আর ২০০৮ সালের পর এবারই খাদ্য ও সারের দামেও বড় উলম্ফন ঘটেছে। বিশ্বব্যাংকের পূর্বানুমান, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের ফলে এ বছর জ্বালানি তেলের দাম ৫০ শতাংশ বাড়বে।

বিশ্ব ব্যাংকের ইকুইট্যাবল গ্রোথের ভাইস প্রেসিডেন্ট ইনডারমিট গিল বলেন, ১৯৭০ সালের পর পণ্যের দাম আমরা এভাবে বাড়তে দেখছি, এটা দুঃখজনক।

খাদ্য, জ্বালানি ও সার ব্যবসার বাধাগ্রস্ত হওয়ার ফলে এমনটা হচ্ছে। এর ফলে মুদ্রাস্ফীতিও বাড়তে শুরু করেছে। নীতি নির্ধারকদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর সব সুযোগ কাজে লাগানো উচিত।

আর বিশ্ব অর্থনীতিকে বাধাগ্রস্ত করে এমন কাজ থেকে বিরত থাকা উচিত। সূত্র: বিশ্ব ব্যাংক