ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা প্রণয়নে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির সঙ্গে সংলাপে বসবে বিএনপি।
বৃহস্পতিবার (২ জুন) বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংলাপ হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিএনপির চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল ৪টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
এর আগে, গত ২৪ মে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য, ২৭ মে জোটের শরিক লেবার পার্টির সঙ্গে আলোচনা করেছেন বিএনপি নেতারা। মঙ্গলবার (৩১ মে) গণসংহতি আন্দোলন ও বুধবার (১ জুন) বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গেও মতবিনিময় করেন তারা।