প্রস্তাবিত বাজেট সময় উপযোগী ও বিনিয়োগবান্ধব : কাদের

প্রস্তাবিত বাজেট ২০২২-২৩ অর্থবছরে ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। প্রস্তাবিত এ বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে দুই লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা, যা মোট জিডিপির ৫ দশমিক ৫ শতাংশ।
আজ বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপনায় এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি অর্থমন্ত্রীর চতুর্থ বাজেট।

প্রস্তাবিত বাজেট উপস্থাপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এবারের বাজেটের শিরোনাম ‘কোভিড অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’। দেশের সর্বস্তরের জনগণের কথা ভেবে এবারের বাজেট করা হয়েছে।

সঞ্চয়পত্রের সুদহার কমছে নাসঞ্চয়পত্রের সুদহার কমছে না
তিনি বলেন, ‘এটি একটি বাস্তবভিত্তিক, সময় উপযোগী, গরিব ব্যবসাবান্ধব, বিনিয়োগবান্ধব বাজেট।