যশোরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ছয় কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করা হয়েছে। শনিবার (২৫ জুন) চৌগাছা ও যশোর সদর উপজেলায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতদের রোববার আদালতে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি ওসি রুপণ কুমার সরকার।
তিনি জানান, শনিবার বিকেল ৩টা ৩৫ মিনিটে চৌগাছা থানাধীন কয়ারপাড়া টালিখোলা থেকে হালিমা খাতুনকে (৪০) আটক করা হয়। এসময় তার কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার হয়। হালিমা ঝিনাইদহ জেলার মহেশপুর থানার সাহাপুর গ্রামের বাসিন্দা।
একই দিন বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে যশোর সদর উপজেলার জগহাটি এলাকার যশোর-চৌগাছা সড়কের ওপর থেকে আরজিনাকে আটক করা হয় । তার কাছ থেকে আরও তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। আরজিনা চৌগাছা উপজেলার মাজালী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ডিবির এসআই শাহিনুর রহমান পৃথক থানায় দুইটি মামলা করেছেন।