২৪ ঘণ্টায় করোনায় আরও ৯ জনের মৃত্যু

 

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ২১২ জনে দাঁড়িয়েছে। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৬১ জনের নমুনা পরীক্ষায় ৬৫৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

 

 

মঙ্গলবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এর আগেরদিন সোমবার করোনায় তিনজনের মৃত্যু হয়েছিল। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু গতকালের তিনগুণ হয়েছে।

 

নতুন ৭৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন ৭৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ। এই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪২ জন। দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৯১ হাজার ৩১ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৫ হাজার ৮৬০ জন।

 

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।