যশোরে এক কেজি গাঁজাসহ এক ব্যবসায়ী গ্রেফতার

এক কেজি গাঁজাসহ ইব্রাহিম মোড়ল নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে বেনাপোল পোর্ট থানার অন্তর্গত খাড়িডাঙ্গা চোরের রাস্তার (১১ ঘর মহল্লা সরকারী খাসজমিতে বসবাসকারী) মৃত রুহুল আমিন মোড়লের ছেলে। রোববার ২৪ জুলাই সকালে চাঁচড়া পোষ্ট অফিসের বিপরীতে গাজী ফয়েজ এর চায়ের দোকানের সামনে থেকে চাঁচড়া ফাঁড়ি পুলিশ তাকে গ্রেফতার করে।

এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।

চাঁচড়া পুলিশ ফাঁড়ীর এএসআই মোস্তাফিজুর রহমান জানান, রোববার ২৪ জুলাই সকালে গোপন সূত্রে খবর পান চাঁচড়া চেকপোষ্ট হতে খুলনাগামী রাস্তায় চাঁচড়া পোষ্ট অফিসের বিপরীতে গাজী ফয়েজ এর চায়ের দোকানের সামনে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে সকাল সাড়ে ৮ টায় উপস্থিত হলে সেখানে গাঁজা নিয়ে অবস্থানকারী ইব্রাহিম মোড়ল পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে তাকে গ্রেফতার করে। তার শরীরের বুকে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজা নিয়ে তাকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে। দুপুরে তাকে আদালতে মাদক মামলায় সোপর্দ করে।