যশোরে ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতমে তাজিয়া মিছিল

যশোরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত হয়েছে। রোববার সকালে দানবীর হাজী মুহাম্মদ মহসীন ইমামবাড়া কর্তৃপক্ষ শহরে তাজিয়া মিছিল বের করে। এর আগে খালি পায়ে কালো পোশাক পরিহিত তাজিয়া মিছিলকারীরা শহরের কেন্দ্রীয় ঈদগাহে সমবেত হন। মহানবীর দৌহিদ্র (স.) হযরত ইমাম হাসান (র.) ও ইমাম হোসেনের (র.) শাহাদতের কথা স্মরণ করে মিছিলকারীদের বুক চাপড়ে মাতম করতে দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যেই মিছিলটি শহরের মুজিব সড়ক, দড়াটানা মোড়, চৌরাস্তা, আরএন রোড হয়ে মুড়লীমোড় ইমামবাড়ীতে গিয়ে শেষ হয়। মিছিলে হায় হাসান হায় হাসান বলে শোক প্রকাশ করেন শিয়া সম্প্রদায়ের এ অনুসারীরা।

মিছিলের শুরুতে বক্তব্য রাখেন ইমামবাড়ীর কার্যকরী সমন্বয় পরিষদের সভাপতি এহতেশাম উল আলম, সেক্রেটারি শেখ সিরাজুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান এবং মাওলানা ইকবাল হোসেন।