শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে যশোরে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন

জাতীয় শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে যশোরে দুটি বিদ্যালয়ে বৃক্ষ রোপন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশ। আজ সকালে খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন করা হয়। বৃক্ষ রোপন করেন সংস্থার জোনাল ম্যানেজার আল আমিন খান । এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ এহসানুর রহমান, এলাকা ব্যবস্থাপক সাইফুল ইসলাম, নিরীক্ষক নুরুজ্জামান, শাখা ব্যবস্থাপক হাসান আলীসহ শিক্ষক-কর্মকর্তারা-কর্মচারি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুরূপ বৃক্ষ রোপন করা হয় ভাতুড়িয়া হাইস্কুল অ্যান্ড কলেজে। এসময় কলেজের অধ্যক্ষ আরিফুজ্জামানসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিসহ শিক্ষার্থীরা।