top খেলার খবর বড় রান করেও ছোট ছোট ভুলে হারল বাংলাদেশ ✍ স্পোর্টস ডেস্ক ⌚ প্রকাশিত 01/09/2022 Facebook Twitter Pinterest WhatsApp Print ম্যাচের আগে কথার লড়াইয়ে নেমেছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচেও ছড়িয়েছে উত্তাপ। ব্যাটে-বলে দুর্দান্ত লড়াই হয়েছে। তবে বাংলাদেশ দল ছোট ছোট ভুলে শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটে হেরে এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় হয়ে গেছে। শ্রীলঙ্কা উঠে গেঠে সুপার ফোরে।