যশোর এম এম কলেজের আবাসিক ছাত্রদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

সরকারি এমএম কলেজ যশোরের আসাদ হলে পরিকল্পিত হামলা চালিয়ে ছাত্রলীগকে বিতর্কিত ও ক্যাম্পাসকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে একটি কুচক্রীমহল বলে দাবি করেছেন আবাসিক শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা।
লিখিত বক্তব্যে হলের শিক্ষার্থী মামুনুর রশিদ রনি অভিযোগ করেন, রোববার সন্ধ্যায় স্থানীয় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা হলে প্রবেশ করে শিক্ষার্থীদের উপর হামলা চালান। এ সময় শিক্ষার্থীদের মারধর ও তাদের ব্যবহৃত কম্পিউটার, মোবাইল ফোনসহ আসবাবপত্র ভাংচুর করা হয়। কিন্তু হামলায় ছাত্রলীগ নেতা তৌহিদুর রহমান জড়িত বলে দাবি করা হচ্ছে যা মোটেও সত্য নয়। তিনি দাবি করেন, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের রক্ষা করতে একটি কুচক্রী মহল ছাত্রলীগকে জড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হল শিক্ষার্থী সৌরভ ভট্টাচার্য, আলী হাসান বনি, জয়নাল আবেদিন মুক্তার, মিলন হোসেন, রিপন আহমেদ, তৌফিক হাসান পারভেজ প্রমুখ।
এর আগে মাদক সেবনকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সোমবার আসাদ হলে হামলার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা তৌহিদুর রহমান জড়িত দাবি করে ঐ পক্ষটি কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন।