যশোরে ‌ বিএনপি নেতা বদিউজ্জামান হত্যাকাণ্ডে একজন রিমান্ডে

যশোরে যুবদল নেতা বদিউজ্জামান ধনী হত্যাকান্ডের মাষ্টার মাইন্ড বিএনপি নেতা শামীম আহম্মেদ মানুয়ার একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার পুলিশের চাওয়া সাতদিনের রিমান্ড আবেদনের শুনানী শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম এ আদেশ দেন। মানুয়া যশোর শহরের শংকরপুর চোপদারপাড়া আকবরের মোড়ের মৃত আব্দুর রশিদের ছেলে। এরআগে তিনি গত ৩ অক্টোবর তিনি যশোরের জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন জানান। সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ ইখতিয়ারুল ইসলাম মল্লিক আসামির জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই আনসারুল হক জানান, এ মামলায় আসামিদের জবানবন্দিতে উঠে এসেছে মানুয়ার নির্দেশেই হত্যা করা হয়েছে ধনীকে। মানুয়ার জামায় ইয়াসিন হত্যাকান্ডের পর থেকে এ হত্যার পরিকল্পনা শুরু হয়। এক পর্যায় গত গত ১২ জুলাই ধনীকে হত্যা করা হয়। এরপর থেকেই গাঁ ঢাকা দেয় মানুয়া। এ ঘটনায় নিহতের বড়ভাই মনিরুজ্জামান মনি বাদী হয়ে আটজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। এ মামলার এজাহারভুক্ত আসামি মানুয়া। পরে সে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নেন। সর্বশেষ গত ৩ অক্টোবর আটক এড়িয়ে আদালতে আত্মসমর্পন করেন। বিষয়টি পুলিশ জানতে পেরে মানুয়ার সাতদিনের রিমান্ড আবেদন জানান। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।