যশোরে তালাক দেয়া স্ত্রীর ও তার স্বজনদের হাতে ছুরিকাঘাতে জখমের ঘটনায় মামলা

যশোর আদালতে হাজিরা দিতে এসে তালাক দেয়া স্ত্রীর ও তার স্বজনদের হাতে ছুরিকাঘাতে জখমের ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে। অভয়নগর উপজেলার পুড়াখালী গ্রামের আব্দুল মান্নানের ছেলে ইমরান হোসেন (২৯) মামলাটি করেন।
আসামিরা হলো, মণিরামপুরের খাটুয়াডাঙ্গা গ্রামের আব্দুস সবুর গাজীর মেয়ে সোনিয়া বেগম (২৭), ছেলে শাওন গাজী (২২), একই গ্রামের হালিম (৪০) এবং লাকি বেগম (৩৮)।
এজাহারে ইমরান উল্লেখ করেছেন, আসামি সোনিয়া তার স্ত্রী ছিলো। ৮ বছর আগে তার সাথে বিয়ে হয়েছিল। দাম্পত্য জীবনের তাদের দুইটি সন্তান আছে। গত ১৪ জুলাই সাংসারিক বনিবানা না হওয়ায় সোনিয়াকে তালাক দিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয় তার স্ত্রীসহ তার স্বজনরা। সে তার বিরুদ্ধে আদালতে একটি মিথ্যা যৌতুক মামলা করে। গত ২২ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে তিনি ও তার চাচা আদালতে হাজিরা দিতে যান। এ সময় সোনিয়া তাকে গালিগালাজ করে। এরপর অন্যান্য আসামিরা তাকে ছুরিকাঘাত করে। এ ছাড়া তাকে মারপিটে জখম করা হয়। পরে তার সঙ্গী দুইজনকে মারপিট করে। এরপর হুমকি দিয়ে চলে যায়। পরে তিনি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। কিছুটা সুস্থ হয়ে তিনি মামলা করেন।