যশোরে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে আব্দুস সুবহান (৪০) নামে এক লম্পটের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। ঘটনার স্বীকার ওই গৃহবধূ বুধবার দিবাগত গভীর রাতে মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে, মণিরামপুর উপজেলার ব্রাক্ষনডাঙ্গা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুস সুবহানকে। পুলিশা আব্দুস সুবহানকে গ্রেফতার করেছে।
মামলায় গৃহবধূ উল্লেখ করেন, আব্দুস সুবহান ওই গৃহবধূর ননদের স্বামী। আত্মীয়তার সুবাদে প্রায় সুবহান গৃহবধূর বাড়িতে বেড়াতে আসে। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে গৃহবধূকে যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে দীর্ঘদিন যাবত কু-প্রস্তাব দিয়ে আসছিল। গৃহবধূ রাজী না হলে আসামি বিভিন্ন ভাবে গৃহবধূকে উত্যাক্ত করে। ৩০ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫ টায় গৃহবধূর বাড়িতে ননদের স্বামী আব্দুস সুবহান বেড়াতে এসে গৃহবধূকে জড়ায়ে ধরে। বাদির স্পর্শকাতর স্থানে হাত দেয়। শ্লীলতাহানীর চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায় লম্পটের হাত থেকে ছুটে গৃহবধূ এহেন অপকর্মের বিষয় তার স্বামী ও নিকট আত্মীয়দের জানিয়ে দেওয়ার কথা বললে আসামি সোবহান বাদিকে ঘটনার বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে হত্যা করবে বলে হুমকী দিয়ে চলে যায়। পরবর্তীতে বাদি তার স্বামী ও আত্মীয়স্বজনকে জানিয়ে থানায় মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বৃহস্পতিবার ১৩ অক্টোবর নরেন্দ্রপুর এলাকা থেকে লম্পট আব্দুস সুবহানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।