যশোরে বাম গণতান্ত্রিক জোট কর্তৃক যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি

বৃহস্পতিবার দুপুরে যশোর শহরস্থ কালেক্টরেট ভবনে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোট যশোর জেলা শাখার উদ্যোগে জিল্লুর রহমান ভিকু-এর নেতৃত্বে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ৩০ জন চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে একটি স্মারকলিপি পেশ করেছেন।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেছেন, গত ১০ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত একযোগে সেমিনারে অংশগ্রহণের নামে কক্সবাজার ভ্রমণের মাধ্যমে চিকিৎসকগণ সরকারি বিধিমালা লঙ্ঘন করে যশোরের চিকিৎসা ব্যবস্থাকে অরক্ষিত রেখে দায়িত্বহীন, আইন ও মানবিক মূল্যবোধ পরিপন্থী কাজ করেছেন।ফলে চিকিৎসা সমস্যায় পড়ে
রুগীরা ভোগান্তির শিকার ও সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়েছেন। এঘটনা চিকিৎসা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ
করেছে। এহেন অনৈতিক কর্মকান্ডে তারা বিস্মিত ও গভীরভাবে উদ্বিগ্ন।
এমতাবস্থায় তারা যশোর জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর কাছে এই জনভোগান্তি ও দায়িত্বহীনতার সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্মারকলিপি প্রদান করেছেন।