যশোরে মাদকদ্রব্য বিভাগের অভিযানে গাঁজাসহ এক নারী আটক

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মাদকের সন্ধানে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। যার ফলে এক নারীকে গাঁজা বেচাকেনার অভিযোগ এনে একশ’ গ্রাম গাঁজা উদ্ধার দেখিয়ে মোছাঃ পারভীন খাতুন নামে এক নারীকে গ্রেফতার করে কোতয়ালি মডেল থানায় মামলা দিয়েছে। গ্রেফতারকৃত নারী যশোর সদর উপজেলার বসুন্দিয়া (খানপাড়া) গ্রামের বাবর আলী মোড়লের মেয়ে। বৃহস্পতিবার মাদকসহ উক্ত নারীকে আদালতে সোপর্দ করেছেন তারা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের উপ-পরিদর্শক এস.এম.শাহীন পারভেজ বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় বুধবার ১২ অক্টোবর সন্ধ্যায় মোছাঃ পারভীন খাতুনকে আসামী করে মামলায় উল্লেখ করেন, বুধবার ১২ অক্টোবর দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে বসুুন্দিয়া (খানপাড়া) গ্রামের মোছাঃ পারভীন খাতুনের বাড়িতে অভিযান চালায়। পারভীন খাতুন টের পেয়ে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে তার খাটের নীচে রাখা ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার দেখায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের ওই কর্মকর্তা। অথচ যশোর শহরসহ বিভিন্ন এলাকায় মাদকে ছেয়ে গেছে। যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। প্রতিনিয়ত ফেনসিডিল,ইয়াবা,গাঁজা ও মদের ছড়াছড়ি। যশোরে কর্মরত পুলিশ সদস্যরা মাদকসহ বিক্রেতা ও ব্যবসায়ীকে গ্রেফতার করলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলে কর্মরত কর্মকর্তা ও সদস্যরা তার কোন সন্ধান পান না। বিষয়টি দেখার জন্য যশোরের সর্বশ্রেনীর মানুষ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।#