যশোরে পুলিশ সদস্য হাবিবুর রহমানের বিরুদ্ধে আদালতে যৌতুকের অভিযোগে মামলা হয়েছে। হাবিবুর ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মধুগঞ্জ গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে। বৃহস্পতিবার ১৩ অক্টোবর মামলাটি করেছেন তার স্ত্রী যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের বশির আহমেদের মেয়ে সুমাইয়া ইয়াসমিন। অভিযোগ আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বর্তমানে হাবিবুর রহমান ঢাকা পুলিশ লাইনে কর্মরত।
মামলায় বাদী উল্লেখ করেন, ২০২০ সালের ২৮ আগষ্ট ৩ লাখ টাকা দেনমোহরে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। পরে তাদের সংসার চলাকালে বিভিন্ন সময় ৩ লাখ টাকা যৌতুক দাবি করতে থাকে। টাকা দিতে অস্বীকার করায় হাবিবুর বাদীর উপর শারীরিক ও মানষিক নির্যাতন চালাতে শুরু করে। শেষমেষ গত ১১ জুলাই সুমাইয়াকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় হাবিবুর রহমান। এরপর সুমাইয়া তার বাবার বাড়িতে চলে আসেন। পরে বাদীর বাবা হাবিবুরকে আসতে বললে গত ৭ অক্টোবর শ্বশুড় বাড়িতে আসেন হাবিবুর। বিকেলে ঘরোয়া ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলে যৌতুকের তিন লাখ টাকা ছাড়া সংসার করবে না বলে জানিয়ে দেয় হাবিবুর। একই সাথে টাকা না দিলে সুমাইয়াকে তালাক দেয়ার হুমকি দিয়ে চলে যায়। বাধ্য হয়ে বাদী আদালতে মামলা করেন।
এ বিষয়ে হাবিবুরের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। #