যশোরে শ্মশান কমিটির সাবেক সভাপতি-সম্পাদকসহ আট জনের বিরুদ্ধে প্রতারণা মামলা

যশোর সদরের রাজারহাট শ্মশান কমিটির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ আট জনের বিরুদ্ধ প্রতারণার অভিযোগে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার শ্মশান কমিটির বর্তমান সভাপতি রমেন কুমার পাল বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
আসামিরা হলো রাজারহাট শ্মশান কমিটির সাবেক সভাপতি রতন কুমার পাল, সাধারণ সম্পাদক গৌর সাহা, কোষাধ্যক্ষ বিষ্ণু পদ সেন, পলাশ বিশ্বাস, সদেশ পাল, কৃষ্ণ পদ সাহা, প্রভাষ দাস ও রাজ কুমার অধিকারী।
মামলার অভিযোগে জানা গেছে, আসামিরা শ্মশান কমিটির সাবেক নেতৃবৃন্দ। আসামি গৌর সাহা দীর্ঘ ৩০ বছর এ কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। যশোর সদরের রামনগর মৌজার রাজারহাট মোড়ে শ্মশান অবস্থিত। খাস জমির উপর নির্মিত এ শ্মশানের সাতটি দোকান আছে রাস্তার পাশ দিয়ে। ২০১৭ সাল থেকে এ ৭টি দোকানের ভাড়ার টাকা উত্তোলন করত কমিটি। এ ছাড়াও পূর্বের কমিটি ভাড়াটিয়াদের কাছ থেকে জামানত হিসেবে গ্রহণ করেছেন দুই লাখ টাকা করে। এছাড়াও শ্মশানের গাছ বিক্রি করা টাকাও ছিল ওই কমিটির কাছে। তারা তাদের মেয়াদ কালে আয়ব্যায় হিসাব মিলিয়ে উদবৃত্ত সাত লাখ ৫৬ হাজার টাকা বর্তমান কমিটির কাছে স্থানান্তর না করে আত্মসাত করেছেন। বারবার এ টাকা কমিটির কাছে জমা দেয়ার তাগাদা দিলেও তার শুনছেননা। অবশেষে আত্মসাতকৃত টাকা আদায়ে তিনি আদালতে এ মামলা করেছেন।#